অনিন্দ্য নয়ন ::
বৈশ্বিক মহামারী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন হানা দিয়েছে বাংলাদেশেও। সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশে নতুন করে আরো ৯ জনের শরীরে ওমিক্রন সনাক্ত হয়েছে। ৯ ডিসেম্বর প্রথম ওমিক্রন আক্রান্ত সনাক্ত হওয়ার ১ মাসের মাথায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ৩০ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন রাজধানী ঢাকার মহাখালী এলাকার এবং বাকি ৩ জন বাসাবো এলাকার বাসিন্দা।
সোমবার ১০ জানুয়ারি ২২ ইং জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জিআইএসএআইডি জানিয়েছে, ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে বিভিন্ন সময় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এসব নমুনার জিনোম সিকোয়েন্স করে তা জিআইএসএআইডিতে জমা দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্স সেন্টার,বাংলাদেশ (আইসিডিডিআরবি)
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ এ এস এম আলমগীর বলেন, বিদেশফেরত কারও কোভিড ধরা পড়লে তাদের শরীর থেকে ভাইরাসের নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে।
এসময় আক্রান্তদের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের কাছ থেকে নমুনা নিয়েও জিনোম সিকোয়েন্স করা হচ্ছে।
+ There are no comments
Add yours