রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন।
বিদ্যালয়টির চার শিক্ষকের মধ্যে তিন জনই করোনা আক্রান্ত তারা হলেন প্রধান শিক্ষিকা রিজিয়া সুলতানা, সহকারী শিক্ষিকা মিনু রানী কর ও সাজেদা পারভিন।
জানা গেছে, করোনা উপসর্গ থাকায় বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিজিয়া সুলতানা গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরদিন মঙ্গলবার খবর পান তিনি করোনা পজিটিভ। ওইদিন উপসর্গ থাকার কারণে একই স্কুলের আরো তিন শিক্ষক মিনু রানী কর, সাজেদা পারভিন ও শামসুল হক নমুনা দেন। বুধবার মিনু ও সাজেদার করোনা ধরা পড়ে। তবে অন্য শিক্ষক শামসুল হকের নমুনার ফলাফলে নেগেটিভ আসে।
শিক্ষার্থীরা যাতে আতঙ্ক্ষিত না হয় সেজন্য তাদের করোনা ধরা পড়ার বিষয়টি গোপন রাখা হলেও গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস গণমাধ্যমকে বলেন, ওই স্কুলের চার শিক্ষকের মধ্যে তিন শিক্ষক করোনা আক্রান্ত হলে জেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী পার্শ্ববর্তী স্কুল থেকে দুজন শিক্ষক দিয়ে স্কুল চালানো হচ্ছে। করোনা আক্রান্ত তিন শিক্ষক তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
+ There are no comments
Add yours