অনিন্দ্য নয়ন:
করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে চলমান কর্মসূচীর মধ্যে আরও ২৩ লাখ ডোজ ফাইজারের টিকা যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছেছে।
শুক্রবার ১৪ জানুয়ারি ২২ ইং রাত ৯ঃ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ২৩ লক্ষ ডোজ টিকা।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক জানান, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লক্ষ ডোজ টিকা এসেছে।স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তারা টিকাগুলো গ্রহণ করেছেন।এই টিকাগুলো পরবর্তীতে মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউজে নেওয়া হয়েছে। এই টিকা শিক্ষার্থীদের দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে জানা যায়, ডিসেম্বরে ফাইজারের টিকা দিয়ে দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। তবে তাপমাত্রা জটিলতা ও টিকা সংকটের কারণে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ডোজ এবং যারা প্রথম ডোজ ফাইজার পেয়েছিলেন তাদের জন্য দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে।
+ There are no comments
Add yours