
শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম’ ৭১ চট্টগ্রাম জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক শহীদ মুক্তিযোদ্ধা জেটি: সালেহ আহমদ এর ছোট ভাই অলি আহমদ, পিতা-মৃত আনু মিয়া, গ্রাম মলেয়াবাদ, ডাকঘর-মৌলভীর দোকান, উপজেলা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম গত ৯ জানুয়ারি রোজ রবিবার দুপুর ১২.০০টায় নিজ বাড়িতে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ৬৩ বছর। তিনি তার স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, ১ ভাই ১ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। স্থানীয় জামে মসজিদ মাঠে তার নামাজে জানাযা বাদ মাগরিব অনুষ্ঠিত হয় এবং পরিবারিক কবরস্থানে দাপন করা হয়। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ১১নং কালিয়াইশ ইউপি চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহমদ চেয়ারম্যান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম’ ৭১ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুপ, অর্থ সম্পাদক হাজী আবুল বশর, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, শামসুল ইসলাম, নুর জাহান বেগম, নুর মোহাম্মদ, হুমায়ুন কবির, রমজান আলী, এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা সিএফএন আব্দুল কাদের স্মৃতি সংসদের সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক কবি রাশেদ খোকন রুবেল, পশু চিকিৎসক মাসুদুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।
+ There are no comments
Add yours