পটিয়ায় করোনা আক্রান্ত হয়ে পৌর মেয়রের ছেলের মৃত্যু

Estimated read time 1 min read
Ad1

এম হেলাল উদ্দিন নিরব,চট্টগ্রাম

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুলের একমাত্র পুত্র আতিক শাহরিয়ার মাহি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৯ বছর।

আজ (১৮ জানুয়ারী) মঙ্গলবার বাদ জোহরের নামাজের পর পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে মাহিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জ্বর ছিল, পরে করোনা পরীক্ষা করানো হলে তার করোনা পজিটিভ আসে।তাকে প্রথমে পটিয়া ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার রাতে অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় কুমিল্লায় পর হওয়ার অ্যাম্বুলেন্সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আতিক শাহরিয়ার মাহি ২০২০ সালে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেন। বর্তমানে তিনি পটিয়া সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মা পটিয়া পৌর সদরের মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

মাহির মৃত্যুতে পটিয়া পৌর সদরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিজিএমইএর সাবেক সহসভাপতি মো. নাছির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ সেলিম নবী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য এম এ রহিম, পটিয়া পৌর কাউন্সিলর গোফরান রানা,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পটিয়া সরকারি কলেজের সাবেক সভাপতি তারেকুর রহমান তারেক, সাবেক মেয়র আলহাজ্ নুরুল ইসলাম সওদাগর, পটিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানাসহ আরো শোক প্রকাশ করেন বিভিন্ন মহলের জনসাধারণ মানুষরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours