মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মান্দারীটোলা সি সড়কের পৌণে ১৪ কোটি টাকার রাস্তা ঢালাইয়ের একদিন পরই ফাটল দেখা দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে বাড়বকুণ্ড সি রোডের কাজটির টেন্ডার পায় ৩ টি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঠিকাদারি তিনটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমিন ইন্টারন্যাশনাল,চৌধুরী এন্টারপ্রাইজ ও হাসান মোটরস।ফাটলের বড় বড় স্থানগুলো যাতে দেখা না যায় সেই সুবাদে বালু দিয়ে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ।
মান্দারীটোলা সি সড়কে গত মঙ্গলবার সকাল থেকে ঢালাইয়ের নির্মাণ কাজ শেষ করার মাত্র একদিন পর প্রায় আধা কিলোমিটারের রাস্তায় ফাটল ধরা শুরু করে দিয়েছে।রাস্তার ফাটল যাতে না দেখা যায় নিম্নমানের ইটের খোয়া ও কাদামাটি মিশ্রিত বালু দিয়ে ফাটল ঢেকে দেয়া হচ্ছে।
রাস্তা ফাটলের বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে জনগুরুত্বপূর্ণ রাস্তা অতি দ্রুত ভেঙে পড়বে।ঢালাইয়ের একদিন পরই ফাটল দেখা দিয়েছে তাতে বুঝা যায় রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।রাস্তাটির এমন বেহাল দশায় জনদুর্ভোগের সীমা ছাড়িয়ে যাবে।এছাড়া ড্রেন,কালভার্ট ও সড়কের অন্যান্য কাজ শেষ করার আগেই যানবাহন চলাচল করছে যা সরকারী বরাদ্দের সড়কের অবমূল্যায়ন।
এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ শাহাদাত হোসেন’র কাছে খবর বাংলা’কে বলেন, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি।যদি কোন অনিয়মের অভিযোগ আসে তাহলে ব্যবস্থা নিব।
এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন এই বিষয়ে অবগত নন বলে জানিয়ে কৌশলে এড়িয়ে যান।তিনি তাকে চৌধুরী এন্টারপ্রাইজের মালিক অস্বীকার করে ম্যানেজার বলে দাবি করে।
+ There are no comments
Add yours