ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযানে বসতবাড়ি থেকে বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ সহ চাষী কাইয়ুম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গাঁজা চাষী কাইয়ুম রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে।
শুক্রবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষী কাইয়ুমকে বাড়ী থেকে গ্রেফতার করে। এসময় তার বসতবাড়ীর অাঙিনায় চাষ করা বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা জব্দ করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন ৫২ কেজি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ বলেন, গ্রেফতার হওয়া গাঁজা চাষী কাইয়ুমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
+ There are no comments
Add yours