
সুজন চৌধুরী | চট্টগ্রাম ব্যুরো:
দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। আগামী রোববার (২৩ আগস্ট) থেকে স্বাস্থ্য বিধি মেনে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
শুক্রবার (২১ আগস্ট) চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের এমন সিদ্ধান্ত দিয়েছেন।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ খবর বাংলাকে বলেন, চিড়িয়াখানার প্রবেশপথে দর্শনার্থীদের সবার তাপমাত্রা পরীক্ষা, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা হবে। ভেতরে দর্শনার্থীরা যেন নির্দিষ্ট দূরত্ব মেনে চলেন, সেদিকটাও লক্ষ্য রাখা হবে। স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নিয়মিত হ্যান্ডমাইকে বিভিন্ন ঘোষণা দেওয়াসহ অতিরিক্ত দর্শনার্থী হলে তখন প্রবেশ নিয়ন্ত্রণ রাখা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১৯ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ কারণে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছিল কতৃপক্ষ।
+ There are no comments
Add yours