আজিজুল হক চৌধুরী ::
কুলছুমা বেগম বয়স ৭০, আশ্রয়ের চিন্তায় দিশেহারা কুলছুমার মাথা গোঁজার ঠাঁই করে দিল বাংলাদেশ পুলিশ।মুজিববর্ষের ভূমিহীনদের গৃহনির্মাণ কর্মসূচির আওতায় পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের উদ্যোগে চট্টগ্রামের বোয়ালখালীতে কুলছুমা বেগম পেয়েছেন এই নান্দনিক ঘরটি।
জানা যায়, পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে দুই লক্ষ ২০ হাজার টাকা ব্যয় নির্মাণ ধরা হলেও এখানে ভূমি ক্রয়সহ ১০ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে ঘরটি নির্মাণে।
জানা যায়, কুলছুমা বেগমের স্বামী মারা গেছেন সাত বছর আগে। এক মেয়ে ও দুই ছেলে তাঁর। অভাব-অনটনের সংসারে ছেলে-মেয়ের পড়ালেখা করাতে পারেননি তিনি। দিনমজুর স্বামী সোলইমান ছিলেন ভূমিহীন।
ভিটেহারা সোলাইমানের মৃত্যুর পর কুলছুমা শেষ বয়সে যখন অন্ধকার দেখছিলেন ঠিক তখনই মুজিববর্ষের অঙ্গীকারে পুলিশের উদ্যোগ পাল্টে দিয়েছে তাঁর জীবন।
সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গৃহনির্মাণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি ড. বেনজীর আহমেদ।
রবিবার ২৩ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার মো. রশিদুল হক পিপিএমের নির্দেশে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান ঘরের সার্বিক কাজ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম, পুলিশ পরিদর্শক মো. সাইফুল প্রমুখ।
+ There are no comments
Add yours