নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ক্লাস রুমের শুভ উদ্বোধন করলেন ইউএনও

Estimated read time 1 min read
Ad1

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ১১ নং মারেগ্যা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ‘জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিল প্রোগ্রাম ইন হিল ট্র্যাক্টস’ এর অর্থায়নে   ডিজিটাল ক্লাসের শুভ উদ্বোধন করা হয়।

২৪ জানুয়ারি (সোমবার) দুপুর ১.৩০ টায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এ্যানিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা  নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।

এতে  উপজেলা  শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, এলাকা ব্যবস্থাপক ব্র্যাক সেলিনা  আক্তার ,   প্রধান শিক্ষক হ্লাচানু মার্মা, সহকারি শিক্ষক ও এসএমসির সদস্যগণ উপস্থিত ছিলেন।

মো. রফিকুল ইসলামের  সংঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা  ব্র্যাক শিক্ষা অফিসার  মুহা. মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন,  বর্তমান বিশ্বের  উন্নয়নশীল দেশসমূহ আধুনিক  প্রযুক্তি ব্যবহারের কারনেই উন্নত,  যুগোপযোগী লেখা পড়ার মান উন্নয়নে জন্য ব্র্যাক ( জিআরইএসপি)  দূর্গম  পার্বত্য  এলাকায়   ডিজিটাল ক্লাস রুমের উদ্বেগ নিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। এবং ভবিষ্যতে প্রতিটি স্কুলে ডিজিটাল ক্লাস রুমের আওতায়  আসলে পার্বত্য  এলাকায় লেখা পড়া মান উন্নয়ন হবে বলে আশা করেন।

এসময় উপজেলা  শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা,  সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এ্যানিং মার্মার,  প্রধান শিক্ষক হ্লাচানু  মার্মা বক্তব্য রাখেন।

এসময় ব্র্যাক শিক্ষা কর্মসূচি ‘জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিল প্রোগ্রাম ইন হিল ট্র্যাক্টস’ এর অর্থায়নে ২২ টি ট্যাব, ২২টি পাওয়ার ব্যাংক, ও ২২ টি মেমোরি কার্ডসহ বিভিন্ন  তথ্য প্রযুক্তি ব্যবহার সামগ্রী প্রদান  হয়।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours