আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
এ সময় তিনি বলেন কৃষিতে এখন সুদিন ফিরে এসেছে। সবকিছুর সাথে কৃষিতেও উন্নয়নের ছোয়া লেগেছে বলেও তিনি মন্তব্য করেছেন। খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম রাজাপুর উপজেলায় প্রধান অতিথি হিসেবে ব মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে শুক্তাগড়ে সিকদার বাড়ি এলাকায় ব্রি ধান-৮৭ এর মাঠ দিবসে যোগদেন করে এসব কথা বলেন।
মাঠ দিবসের অনুষ্ঠান শেষে উপজেলার শুক্তগড় ব্যাংকের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন কালে উপস্থিত কৃষকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। পরে উপজেলা কৃষি অফিসে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণে উপস্থিত হয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও তাদের হাতে পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. অলিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ এসেএপিটিও এবং উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।
+ There are no comments
Add yours