ঝালকাঠি প্রতিনিধি ::
ঝালকাঠির নলছিটিতে রাতের অন্ধকারে পৌরসভার কোস্টাল ডাউন প্রজেক্ট বহুতল ভবন নির্মানের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে ।
সোমবার (৩১ জানুয়ারি)গভীররাতে উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভেন্ডারপট্টি এলাকায় পৌরসভার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান করেছেন দলিল লেখক মিজানুর রহমান মোল্লা।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গেলে স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, রাতের আঁধারে দলিল লেখক মিজান মোল্লা পৌরসভার জমিতে অবৈধভাবে টিনশেডের স্টল নির্মাণ করেছে।
তারা আরও জানান পৌরসভা থেকে কিছুদিনের মধ্যেই এখানে বহুতল ভবন নির্মান করা হবে বলে শুনছি। হঠাৎ গত মধ্যরাতে সেখেনে অবৈধ স্থাপনা নির্মান করেছেন।
এবিষয়ে পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান বলেন, বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কাজ বন্ধ করে দিয়েছি। তারা কিসের জোরে কাজ করেছে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।তাদের বৈধ কাগজপত্র থাকলে দেখানোর জন্য বলা হয়েছে।তাদের কাজের বৈধতা না মিললে অব্যশই ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে দলিল লেখক মিজানুর রহমান মোল্লা জানান, পৌরসভার জমিতেই আমি স্টল নির্মান করেছি তবে জমিটি পৌরসভা থেকে লিজ নেওয়া ছিল সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেখানে থাকা ঝুঁকিপূর্ণ ভবন পৌরকৃর্তপক্ষ ভেঙ্গে ফেলে।
এখন সেই জায়গায় অস্থায়ী স্থাপনা নির্মান করেছি।পৌরসভা যখন আমাদের নতুন স্টল করে বরাদ্দ দিবে তখন অস্থায়ী স্থাপনা সরিয়ে ফেলা হবে।তবে চুক্তির যে মেয়াদ ছিল তা শেষ হয়েছে।
+ There are no comments
Add yours