
ইউনুস আলী | কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে শিরীন আক্তার (২৮) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের বড় মহিষমুড়ি গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের পারুলের পাড় গ্রামের আম্বার আলীর কন্যা শিরীন আক্তারের সাথে গত আড়াই বছর পূর্বে একই এলাকার বড় মহিষমুড়ি গ্রামের মৃত ময়েন উদ্দিনের পুত্র আব্দুর রহিমের বিয়ে হয়। এরপর থেকে নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ শুরু হয়।
শুক্রবার দুপুরে শিরীন আক্তার সবার অজান্তে শয়ন ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। তিনি ৪ মাস বয়সী এক পুত্র সন্তানের জননী।
উলিপুর থানার এসআই আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে।
+ There are no comments
Add yours