নিজস্ব প্রতিবেদক ::
বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ের নাইক্ষ্যংমুখে স্কুল-মসজিদ,ক্যায়াং উদ্বোধন,ও উপজাতিদের মাঝে উন্নয়ন সামগ্রী বিতরণ করেন আলীকদম সেনা জোন।
সোমবার ৭ ফেব্রুয়ারী এসব প্রতিষ্ঠান উদ্বোধন করেন, আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান পিবিজিএম, পিএসসি।
বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় নাইক্ষ্যংমুখ প্রত্যয়ী স্কুল, মসজিদ উদ্বোধন ও বৌদ্ধ ক্যাং প্রতিষ্ঠিত হল।
এসময় জোন কমান্ডার স্থানীয়দের মাঝে উন্নয়ন সামগ্রী প্রদান করেছেন। সকাল থেকে দিন ব্যাপি আলীকদম জোন কমান্ডার উপস্থিত হয়ে এইসব উন্নয়ন কাজ উদ্বোধন করেন।
এসময় তিনি দু:স্থ্য ১শত মুরুং, ত্রিপুরা ও বাঙালি নারী পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং নাইক্ষ্যংমুখ প্রত্যয়ী স্কুলের শতাধিক শিক্ষার্থীদের মাঝে গরম কাপড়, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।
একই দিন সেনাবাহিনী নাইক্ষ্যংমুখ বাজার ক্যাং-এ পানির ফিল্টার-খাদ্য সামগ্রী বিতরণ করেন।এতে আরও উপস্থিত ছিলেন, লে: হাসান,সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামাল উদ্দিন ও ওয়ারেন্ট অফিসার জোন জেসিও ইকরাম প্রমূখ।
পার্বত্য লামার দূর্গম পল্লীতে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে, সেখানকার বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনী প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
+ There are no comments
Add yours