নুরুল আবছার নূরী ::
চট্টগ্রামের ফটিকছড়ি-হেয়াকোঁ সড়কে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে চাঁদের গাড়ী জীপের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ফটিকছড়ি-হেয়াকোঁ সড়কের পেলাগাজিদীঘি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রীরা হলেন, দক্ষিণ পাইন্দং আবুল বশরের মেয়ে মিশু আকতার (১৬) ও একই এলাকার মোহাম্মদ লোকমানের মেয়ে নিশা মনি(১৮)। তারা দুজনেই হাইদ চকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিতিল চাকমা ও আলামিন চাঁদের গাড়ী জীপকে (ঢাকা-গ ৮৪৫৪ নাম্বার) ধাওয়া করলে জীপের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাড়ী ফেরা ২ স্কুল শিক্ষার্থীকে চাপা দেয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এদিকে ঘটনার পরপরই সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে হাইওয়ে পুলিশের ২টি মোটরসাইকেলে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়৷ এছাড়াও সাড়ে ১২ টা থেকে রাস্তায় টায়ার জালিয়ে ৩ ঘন্টা অবরোধ সৃষ্টি করে। এ ঘটনায় উত্তেজিত জনতা হাইওয়ে পুলিশ মোক্তার হোসেন সহ অন্যান্যদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ (হাটহাজারী) মোঃ শাহাদাত হোসাইন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করলে যান-চলাচল স্বাভাবিক করে।
+ There are no comments
Add yours