১২ বছর ধরে নিরবে মানবতার সেবায় কাজ করার নজির সত্যিই বিরল

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা  ডেস্ক ::

চলতি বছরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ করেছে সরকার অনুমোদিত সংস্থা অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে বিশেষ আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত শীতার্তদের কম্বল, বৈকালিক নাস্তা এবং যাতায়াত ভাড়া প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বশর গ্রুপের চেয়ারম্যান ও সিইও বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আবুল বশর আবু।

সমাজের অবহেলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি।তিনি বলেন, এই সংগঠন ১২ বছর ধরে মানবতার সেবায় যত কাজ নিরবে করেছে, তার নজির বিরল। এধরণের সংগঠনের সাথে সামর্থ্যবান মানুষ যুক্ত হলে অসহায় মানুষের আরও বেশি কল্যাণ করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

নিজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান অতিথি আবুল বশর আবু এধরণের কর্মকান্ড আরও বিকশিত করার আহ্বান জানান।সংগঠনের সভাপতি এইচ এম ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাসিমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এমরানুল ইসলাম মুকুল ( মুকুল ইসলাম), বিশেষ অতিথি ছিলেন বনফুল এন্ড কোম্পানীর জেনারেল ম্যানেজার বিশিষ্ট সমাজ সেবক মো. আমানুল আলম, বশর গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল মাবুদ চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম কাজী সমিতির সভাপতি আলহাজ্ব কাজী এমএম ইউসুফ আলী চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওসমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল আলম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি মনজুর আহমেদ,সমাজ কল্যাণ সম্পাদক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রোজানা আহমেদ,প্রচার সম্পাদক এম এইচ ইকবাল বাহার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবু ইউসুফ, শাপলা টেলিভিশনের মো. হাসান, মিনহাজ পারভীন রেশমী প্রমুখ।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার শাপলা টেলিভিশন লিমিটেড।
প্রসঙ্গত, সারাদেশে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বছর জুড়ে নানান কর্মসূচি বাস্তবায়ন করছে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

দেশের বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ ছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি খৎনা, আইনী সহায়তা, সেলাই-কম্পিউটার-বিউটি পার্লার প্রশিক্ষণ, স্বাস্থ্য সহায়তা, ত্রাণ বিতরণ, ঈদবস্ত্র, ঈদসামগ্রী প্রদান, বৃক্ষ রোপন, ফ্রি প্রাক্ প্রাথমিক শিক্ষা, শিক্ষা উপকরণ প্রদান সহ নানামুখি সমাজসেবামূলক কাজ করছে এই সংস্থাটি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours