মোঃ সারোয়ার কর্ণফুলী ::
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ৩ নং ওয়ার্ডে বসুন্ধরা কোম্পানির একটি প্রজেক্টে সন্ধান মিলেছে এক বিষাক্ত অজগর সাপের।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকাল আনুমানিক ৪ ঘটিকার দিকে এটির সন্ধান মিলে। পরে কাটুরীর কুটারের আঘাতে এটি আধমরা হয়ে যায়।
প্রত্যক্ষ দর্শীর বরাতে জানা যায় জানা যায়, আজ বিকেলের দিকে বেসরকারি শিল্প গ্রুপ বসুন্ধরার চলমান প্রজেক্টে এক কাটুরী গাছ কাটছিলো। ঐ সময় কাটুরী গাছের নিছে অজগর সাপটি দেখতে পেলে ভয়ে তার হাতে থাকা কুটার দিয়ে আঘাত করে।
এতে সাপটি ঘটনাস্থলে আধমরা হয়ে যায়।পরে বেলাল নামের স্থানীয় এক যুবক পটিয়া বনবিভাগের সাথে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে ঔষধ নিয়ে আসার কথা বললে ও প্রতিবেদন লিখা অব্দি তারা ঘটনাস্থলে পৌঁছায়নি।
+ There are no comments
Add yours