নয়ন শীল স্টাফ রিপোর্টারঃ
মাতৃভূমি ফাউন্ডেশন এর সহযোগী মাদকবিরোধী সংগঠন ‘স্মার্ট বাংলাদেশ’ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮ টায়
চট্টগ্রাম নগরীর নগরীর জিইসি Poetic English learning Centre এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান
অধ্যাপক মিঞা মোহাম্মদ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এবং ইউথ কো-অর্ডিনেটর মাসুম উদ্দৌলা চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাশেদুল আমিন রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম বাপ্পি, যুগ্ম সম্পাদক মসরুর উদ্দিন আনওয়ার, সাংগঠনিক সম্পাদক কাজী আহসান ইকবাল মন্জু, মহিলা বিষয়ক সম্পাদক রাধা রানী দেবী, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াছিন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মোঃ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম বাপ্পি।
অধ্যাপক মিঞা মোহাম্মদ ইউসুপ চৌধুরী বলেন, মাদক মানুষের সুস্থ মন-মানসিকতা ও সুস্থ চিন্তা-শক্তিকে ধ্বংস করে দেয়, মনুষ্যত্ববোধ কেড়ে নেয় এবং মানুষকে পশুতে পরিণত করে। মাদক একটি নেশা৷ এটি সেবনের ফলে মানুষের আর্থিক মানসিক ও শারীরিক অপুরনীয় ক্ষতি হয়, সবাই ঘৃনার চোখে দেখে এবং নানা জটিল ও কঠিন রোগব্যাধিতে আক্রান্ত হয়ে তিলে তিলে কষ্ট পেয়ে মৃত্যু বরণ করে।
এসময় তিনি এ ঘৃণা, চরম অন্ধকার ও মারাত্মক ঝুঁকিপূর্ণ পথে কখনো পা না বাড়ানোর জন্য সকল স্তরের ছেলেমেয়েদের প্রতি বিশেষ অনুরোধ জানান। মাদকের যোগান বন্ধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।
সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল আমিন রাশেদ বলেন, অসৎ সঙ্গীর কবলে পড়ে কেউ সৌখিনতা দেখাতে আবার কেউ নানা হতাশা থেকে বাঁচার আশায় মাদকসহ নানা নেশার রাজ্যে পা বাড়াচ্ছে।মাদকসহ নেশার জগত জীবনের ধ্বংস ছাড়া কখনো সুখের সন্ধান দিতে পারে না।
কোনো অসৎ সঙ্গীর প্ররোচনায় ধূমপান ও নেশার জগতে পা না দেওয়া যাবে না। তিনি পাড়ায় মহল্লায় মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মানুষ কে এ মরণ নেশার হাত থেকে রক্ষা করার জন্য ছাত্র-যুব তথা দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
মশরুর উদ্দীন আনওয়ার বলেন, মাদক অর্থ এবং জীবনের ক্ষতিসাধন ছাড়া আর কিছুই দিতে পারে না অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে অনেক যুবক মাদক ও নানা নেশায় আসক্ত হচ্ছে, তাদের জীবন চরম কুৎসিত, ঘৃণ্য এবং অভিশপ্ত।
মোঃ আনোয়ারুল ইসলাম বাপ্পি বলেন, মাদক সেবন করে কেউ কখনো সুখের সন্ধান পায় নি, বরং নানা জটিল রোগে আক্রান্ত হয়ে অবর্ণনীয় কষ্ট পেয়ে মৃত্যু বরণ করেছে। মাদকাসক্তরাও কোন না কোন পরিবারের সন্তান। তাই তাদেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনতে সমাজের সকলকেই এগিযে আসতে হবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সাংবাদিক ও সমাজকর্মী মোঃ মাহবুবুল আলম বলেন, মাদক সামাজিক ব্যাধি। এই ব্যাধি রোধ করার জন্য সামাজের সকল শ্রেণীর মানুষকে নিজ অবস্থান হনে কাজ করতে হবে। বর্তমানে যুবসমাজ ও স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের মধ্যেও অনেকে মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাই মাদক বিস্তার রোধে প্রতিটি পরিবারকে তাদের সদস্যদের সচেতন করে তুলতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনিন্দ্য শীল নয়ন, নোমান আব্দুল্লাহ, শামীল চৌধুরী, আকিল ইবনে হাবিব, মোঃ ফয়েজ চৌধুরী প্রমুখ।
সভায় সংগঠনের ইউথ ফোরামের সদস্য রোবায়েত হাসান চন্দন, অনিন্দ্য শীল নয়ন, রুবেল আহমেদ,মাসুম উদ্দৌলা চৌধুরী, সাংবাদিক লিটন দাশ শিবু, মঈন উদ্দিন মাহমুদ, সংগঠনের ছাত্র ইউনিট এর সভাপতি শামীল চৌধুরী, সহ-সভাপতি নোমান আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আকিল ইবনে হাবিব, যুগ্ম সম্পাদক মোঃ ফয়েজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours