সন্দ্বীপের বাসিন্দাদের নৌ যাতায়াতের কুমিরা গুপ্তছড়া ঘাট একক ইজারা প্রথা বাতিল সহ ৫ দফা দাবি সম্বলিত স্মারক লিপি চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে প্রদান করেছে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম ও সন্দ্বীপ এডুকেশন সোসাইটি।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মোমিনুর রহমানের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ২০১২ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সন্দ্বীপ সফল কালে সন্দ্বীপ বাসীর উত্থাপিত দাবির মধ্যে নৌ যাতায়াত দাবিটি ছিল সর্বাঙ্গে। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি, তারাই ধারাবাহিকতায় আজ সকল দ্বীপ বাসির পক্ষে এ যাতায়াত ব্যবস্থাকে আধুনিকায়নকরণসহ দেশের অন্যান্য নৌ পথের মত ঘাট উন্মুক্ত করে দ্বীপের মানুষের যাতায়াতের সকল ঘাটে স্পীড বোর্ড ভাড়া কিলোমিটার প্রতি ৮ থেকে ১০ টাকার মধ্যে সীমাবদ্ধ করে যাত্রী প্রতি ২০ কেজি পর্যন্ত মালামাল বিনা মাশুলে পরিবহনের সুযোগ প্রদান, সার্ভিস বোট ভাড়া কিলোমিটার প্রতি ৫/৬ টাকা নির্ধারণ করতে হবে।
ট্রলারে মালামাল পরিবহনের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে সরকার নির্ধারিত হারে আদায় করা সহ প্রতিটি ভাড়ার মূল্য তালিকা উন্মুক্ত স্থানে সাইন বোর্ড টাঙ্গিয়ে দিতে হবে। ঘাটে যাত্রী পারাপারের জন্য বৈধ আধুনিক মানসম্মত ও সন্দ্বীপ চ্যানেলে চলাচল উপযোগী আধুনিক যান চলাচল নিশ্চিতকরণ সহ ঘাটে যাত্রীদের টিকেট প্রাপ্তিতে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে না রেখে টিকেট প্রাপ্তিতে কাউন্টার বাড়াতে হবে। পাশাপাশি ঘাটে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী কর্তৃক যাত্রীদের সাথে দুঃব্যবহার ও অজতা হয়রানী প্রতিরোধে ঘাট পরিচালনা কর্তৃপক্ষের অভিযোগ করার নম্বর এবং তৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা নিয়ে কুমিরা গুপ্ত ছড়া ঘাটসহ সকল ঘাট পরিচালনা তদারকীর জন্য যে কোন দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা ও উপযুক্ত কর্তৃপক্ষের পক্ষ হতে ক্ষতিপূরণের আদায়ের জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বিআইডব্লিউটি’র প্রতিনিধি বিআইডব্লিউটিসি’র প্রতিনিধি নৌ বাহিনীর প্রতিনিধি ও কোস্ট ঘাট প্রতিনিধি, নৌ পুলিশের প্রতিনিধি জেলা পরিষদের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠন করার জোর দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি এড. এম এ বারী, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রামের আহ্বায়ক রাজিবুল আহসান সুমন, সহ এই দুই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।
+ There are no comments
Add yours