মিরসরাই প্রতিনিধি ::
চট্টগ্রামের মিরসরাইয়ে তিনদিন পার হলেও কুড়িয়ে পাওয়া অজ্ঞাত শিশুর অভিভাবকের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বড়তাকিয়া জাহেদিয়া মাজারের সামনে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক মহিলা শিশুটিকে রেখে চলে যায়। শিশুটির কান্না শুনে উৎসুক জনতার ভিড় জমে ঘটনাস্থলে।
এ বিষয়ে মিরসরাই থানা পুলিশ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটির ছবি পোস্ট করে তার প্রকৃত অভিভাবকে খুঁজছে। শিশুটির বয়স আনুমানিক ৮ থেকে ৯ মাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি একজন মহিলার কোলে ছিল। মহিলার আচরণে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল। পরে মহিলাটি শিশুটিকে শাহ জাহেদ জামে মসজিদের সামনে বাসস্ট্যান্ডে রেখে চলে যায়।
এসময় শিশুটিকে মসজিদের মুয়াজ্জিন জাহেদুল ইসলামের তত্ত্বাবধানে রাখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে অবগত করলে, তিনি মিরসরাই থানায় খবর দেন।পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে তার অভিভাবকের খোঁজ করেন। কিন্তু ঘটনার তিনদিন পার হলেও অজ্ঞাত শিশুর অভিভাবকের খোঁজ মেলেনি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, উদ্ধারকৃত শিশুটিকে দেখে ভালো পরিবারের বলে মনে হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত মহিলার কাছে কিভাবে এলো তা খতিয়ে দেখছি। শিশুটির পরিচয় পেলে জরুরী ভিত্তিতে তারা যেন মিরসরাই থানায় যোগাযোগ করে।
+ There are no comments
Add yours