নেতাকর্মীরা রাজনীতির উর্ধ্বে থেকে দ্বীপবাসীদের সুখে দুঃখে পাশে থাকবে- কাউন্সিলর জসিম

Estimated read time 1 min read
Ad1

চসিক’র ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ জহিরুল আলম জসিম বলেন, আকবরশাহ্ থানাধীন বিভিন্ন এলাকায় বসবাসরত সন্দ্বীপবাসীদের সামাজিক সংগঠন আমাদের সন্দ্বীপ ফাউন্ডেশন দ্বীপ বাসীর জন্য সামাজিক কর্মকান্ডে একটি ব্যতিক্রমধর্মী সংগঠনের আত্মপ্রকাশ সত্যি প্রশংসনীয়। এখানে প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনীতির উর্ধ্বে থেকে দ্বীপবাসীদের সুখে দুঃখে পাশে থাকবে। তেমনি আমি ও আমার পরিবারের সদস্যরাও দ্বীপবাসীর পাশে থাকবো। আর যারা শহরে বসবাস করেও সন্দ্বীপের ভোটার হয়ে কর্পোরেশন হতে জাতীয় সনদ পত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন কাজের সুযোগ নিতে আগ্রহী তাদেরকে অবশ্যই শহরের ভোটার হতে হবে। তবে আমার পক্ষে দ্বীপ বাসীর জন্য কাজ করার সুযোগ থাকবে।

আমাদের সন্দ্বীপ ফাউন্ডেশন কর্তৃক গত ১৯ ফেব্রুয়ারি আয়োজিত ২য় পুনঃর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক মাস্টার মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মঞ্চ উপ-কমিটির আহ্বায়ক বেলাল উদ্দিন জুয়েলের সঞ্চালনায় এতে আরও স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোঃ হানিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর, পাহাড়তলী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল করিম, পূর্ব ফিরোজ শাহ্ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস খান, কৈবল্যধাম হাউজিং এষ্টেট অফিসার মিয়া আবু জাহান, নৌবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ জাকির হোসেন, এ ব্লক সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম. আবুল হাসান চৌধুরী, মোঃ শাহীন আলম, এড. জুয়েল, মোঃ কামরুল ইসলাম, মোঃ শরীফুল ইসলাম, এ.কে.এম. আরিফুল ইসলাম, সমাজ সেবক মাস্টার রিদোয়ান, এড. কামরুল ইসলাম, জয়নাল আবেদীন, এস.এম. বেলাল, মোঃ নিজাম উদ্দিন, জহির উদ্দিন পাশা, এবি সিদ্দিক, আহসান উল্লাহ মেম্বার, জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ৪টা ইভেন্টের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, ২১ জন র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী আলাউদ্দিন তাহের, নুসরাত রিনি, আব্দুল হালিম ও ফোক টিউন মিউজিক ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করে। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসলাহুল উম্মা ক্যাডেট মাদ্রাসার ছাত্র ও শিক্ষক ও ছাত্র মোঃ গোলাম মওলা ফাহিম, মোঃ ফয়জুল করিম ফাহাদ ও শিশু শিল্পী সাজেদুল ইসলাম, সাজেদুল মাওলানা ইফতিফা, সামিন জওহর, জারিন তাসনিম। মধ্যহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিমকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours