নয়ন শীলঃ
তুহিন। সময়ের সাহসী এক কিশোরের নাম। সে ছিলো এমনই এক সাহসী কিশোর যে কিনা, যুদ্ধকালীন সময়ে
পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাস্ত আর
দেশ মাতৃকাকে হানাদার মুক্ত করে স্বাধীনতা অর্জন করার অভিষ্ট লক্ষে ঝাঁপিয়ে পড়েছিলো।
তার সাহসীকতায় সেদিন রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিল পাকিস্তানি শত্রু বাহিনী। বুকে অদম্য সাহস আর দেশকে শত্রু মুক্ত করার দীপ্ত শপথ নিয়ে সেদিন দেশের জন্য নিজের জীবন বিসর্জন দেয়া একাত্তরের সাহসী কিশোর তুহিনের বীরত্বগাঁথা ও সংগ্রামের কাহিনী নিয়েই এগিয়ে চলে গল্পের শরীর।
“তুহিনের স্বাধীন দেশ” যেন, মুক্তিযুদ্ধের এক অসামান্য দলিল। গল্পের প্রতিটি শিরা উপশিরায় বয়ে চলে যুদ্ধ দিনের হীম শীতলতা। চলে শব্দের পিঠে শব্দ বসতির বুনন। বাড়ে ডালপালা আর গল্পের গভীরতা। পাঠকের অবচেতন মনে ভেসে উঠে মুক্তিযুদ্ধের রণাঙ্গন আর এক কিশোরের সাহসিকতার চিত্রপট।
জীবন বাজি রেখে সশস্ত্র যুদ্ধে ঝাপিয়ে পড়া এমনই এক কিশোরের বীরত্বগাঁথা গল্পে তুলে আনেন বরেণ্য
সাংবাদিক ও কবি শুকলাল দাশ। বইটি প্রকাশের গুরুদায়িত্ব পালন করে প্রতিশ্রুতিশীল ও সৃজনশীলতার প্রতিনিধিত্বকারী প্রকাশনা সংস্থা ” চন্দ্রবিন্দু “।
বইটি সম্পর্কে জানতে চাইলে বহুমাত্রিক লেখক, কবি ও সাংবাদিক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ খবর বাংলা কে বলেন, “তুহিনের স্বাধীন দেশ” এটি মুক্তিযুদ্ধের সমকালীন প্রেক্ষাপট ও আপামর বাঙালির স্বতঃস্ফূর্ত সম্মিলনকে উপজীব্য করে লেখা একটি কিশোর উপন্যাস।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে দেশমাতৃকাকে পশ্চিমা শাসক গোষ্ঠীর হাত থেকে রক্ষা করে বিশ্বের মানচিত্রে প্রথমবারের মতো একটি স্বাধীন দেশের নাম চিত্রায়ণ ও লাল সবুজ পতাকার অধিকার ছিনিয়ে আনতে বাংলা মায়ের
অকুতোভয় দুঃসাহসী বীর সন্তানরা সেদিন ঝাপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে।
‘তুহিন’ তাঁদেরই একজন। সেদিন শুধু তুহিন নয়, নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল
এদেশের অগনিত কিশোর-তরুণ। এ শুধু একজন তুহিনের বীরগাঁথা মাত্র। এই উপন্যাসটিতে প্রজন্ম পরম্পরায় শিশু- কিশোররা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
“তুহিনের স্বাধীন দেশ” বইটি সংগ্রহ করতে পারবেন “অমর একুশে গ্রন্থমেলা-ঢাকা’র ৬৭ নাম্বার স্টলে (লিটলম্যাগ চত্বর) এবং অমর একুশে গ্রন্থমেলা-চট্টগ্রাম’র ৭৫ নম্বর “চন্দ্রবিন্দু প্রকাশনা’র স্টলে।
+ There are no comments
Add yours