নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের লামায় গতরাত রবিবার দিবাগত রাত ১১টায় আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যায় টমটম চালক রুবেলের বসতবাড়ি। চোখের সামনে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে তার পরিবার।
জানা গেছে, লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের বাম ডান হাতির ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী টমটম চালক মোঃ রুবেল এর বাড়ি সম্পূর্ণ পুড়ে ছায় হয়ে যায়। রুবেল জানায় টমটমে চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুন লাগে। এতে তার প্রায় ৩ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়।
রুবেল আরো জানায়, তারা বাড়িতে ছিলনা। তারা তাদের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাই কোন মালামাল বের করা সম্ভব হয়নি।
এদিকে আগুনে সংবাদ পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোসাইন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার মোঃ হেলাল, আব্দুর রহিম, মহিলা মেম্বার শাহানা আক্তার।
ইউপি চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ টাকা ও চাউল প্রদান করেন। এসময় তিনি তাদের একটি সরকারি ঘর প্রদানে আশ্বাস দেন।
+ There are no comments
Add yours