মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে।মেলা’কে কেন্দ্র করে যাতে কোন বড় ধরনের অগ্নিকাণ্ডের সম্মুখীন হতে না হয় তৎপর রয়েছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম।আগুন লাগার ঘটনা শোনা মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।আগুন লাগার খবর এলেই বিলম্ব না করে সেখানে পৌছান ফায়ার সার্ভিসের দক্ষ টিম।এতে করে ছোটখাটো আগুন বিশাল আকার রুপ ধারণ করার আগেই তা নিভিয়ে ফেলেন।সে ধারাবাহিকতায়
আজ ২৮ ফেব্রুয়ারি দুপুর ২ টায় সীতাকুণ্ড উপজেলা গেইটের সম্মুখে প্রাচীরের পাশে রাখা একগুচ্ছ বাঁশে আগুন ধরে গেলে সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল এর নেতৃত্বে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস টিম।এছাড়া কুমিরা এলাকার চাঁদনী হোটেলে গ্যাস থেকে আগুন লাগার ঘটনায় দশ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোঃ নুরুল আলম দুলাল খবর বাংলা’কে বলেন, ফুটওভার ব্রিজ থেকে কেউ ধুমপান করে নিচে ফেলানোর কারণে আগুনের সূত্রপাত হয়।এতে তেমন বড় ধরনের ক্ষতি হয়নি তবে ৫০০ টাকার মত বাঁশ পুড়ে যায়।অন্যদিকে কুমিরা এলাকার চাঁদনী হোটেলে গ্যাস থেকে আগুন লাগার ঘটনায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
+ There are no comments
Add yours