এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ – চট্টগ্রাম
দক্ষিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নাজিরহাটস্থ সাতবাড়ীয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির কয়েকজন ছাত্রী বোরকা ও নেকাব পরে ক্লাসে আশায় অশ্লীল মন্তব্য করেছে বলে অভিযোগ ওঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
গত ২৭ ফেব্রুয়ারি দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্র ক্লাসে এ ঘটনা ঘটলে ২৮ ফেব্রুয়ারি বিষয়টি গড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। এদিন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া, রিপা আকতার, কলি আকতার, জান্নাতুল নাঈম ও এ্যাভি আকতার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহাকে তদন্তের জন্য দেয়া হয়।
অভিযোগে বলা হয়, ওই দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়া ইংরেজি প্রথমপত্র ক্লাসে কয়েকজন ছাত্রীকে বোরকা ও নেকাব পরা অবস্থায় দেখলে চিৎকার করে অশ্লীল গালি-গালাজ ও বাজে মন্তব্য করে। ভবিষ্যতে এসব পরে এলে স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে বলে হুমকি দেয়। এসময় ভুক্তভোগী ছাত্রীদের কান্নায় ক্লাসে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ে। অভিযোগে ইতঃপূর্বে অনেক ছাত্রীকে এ ধরনের হেনস্থা করার কথাও উল্লেখ আছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ক্লাসে গিয়ে দেখি ১৫/২০ জন ছাত্রী বিভিন্ন রঙের বোরকা পড়ে আসে, তাদের বলি ক্লাসে বোরকা যেন স্কুল ড্রেসের সঙ্গে মিলিয়ে পরে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা জানান, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে।
+ There are no comments
Add yours