মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সমুদ্র উপকূলে দীর্ঘদিন ধরে আটকে থাকা একটি পরিত্যক্ত জাহাজের মালিকানা দাবি করে কেটে নেয়ার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।
আজ শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলে এই আদেশ দেন পরিচালক মফিদুল ইসলাম।
জানা যায়,১৯৯৩ সালে চট্টগ্রাম বন্দরে আসার পথে এমবি রয়েল বার্ড নামের একটি জাহাজ যান্ত্রিক ত্রুটিতে পড়েন।অতঃপর ক্যাপ্টেন দ্রুত জাহাজটি’কে সন্দ্বীপ চ্যানেলের দিকে সরিয়ে নেন সাগরে ডুবে যাওয়ার শঙ্কায়।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী উপকূলে চর এলাকায় জাহাজ আটকে দেয়া হয়।তখন থেকেই জাহাজটি ভাটিয়ারী উপকূলে আটকে পড়েছিল।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম পরিচালক মফিদুল ইসলাম বলেন,সঠিক পদ্ধতিতে জাহাজ না কাটার কারণে জাহাজের মালিকানা দাবি করা তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।নোটিশ দিলেও হাজির হননি ভাটিয়ারী শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক পক্ষের লোকজন।তাদের পূনরায় নোটিশ করা হবে।এরপর ও হাজির না হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
+ There are no comments
Add yours