নিজস্ব প্রতিবেদক ::
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ইউপি সদস্য আওয়ামিলীগ নেতৃত্বে । “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।”
সোমবার (৭ মার্চ ২২ইং ) সকালে সারা দেশের ন্যায় নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ সময় লামা উপজেলার সরকারী বে সরকারী ভাবে পালিত হয়েছে এই দিবসটি।
আজ ঐতিহাসিক ৭ ই মার্চ, স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে প্রদত্ত ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতির উদ্দেশ্যে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা ৯ মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশের ৩০ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে, মুক্তিকামী মানুষের আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত হয় বাঙালি জাতির কাঙ্খিত সেই স্বাধীনতা। সৃষ্টি হয় বাংলাদেশ নামক একটি নতুন ভূখণ্ডের, জয় বাংলা।
এ সময় তারা ফাইতং ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক এর আওয়ামিলীগ নেতৃত্বে ইউপি সদস্যরা।
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ,ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন বিপ্লব, কৃষক লীগের সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর),মহিলা আওয়ামিলীগ সভাপতি,শাহেদা ইয়াসমিন শাহেদা,যুবলীগের সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা,যুগ্ম সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসাইন শাহীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়,সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours