নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও ক্রিড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
মঙ্গলবার ৮ মার্চ ২২ ইং সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মহিনুল হাসানের সভাপতিত্বে ও মাষ্টার মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান এডঃ মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ, তথ্য কর্মকর্তা মনোয়ারা আক্তার, উপজেলা (কারিতাস) আশ্বাস সমন্বয় কর্মকর্তা শ্যামল মজুমদার, প্রশিকা উপজেলা সমন্বয়ক সুমন কান্তি নাথ, ফটিকছড়ি থানার পুলিশ উপ-পরিদর্শক মুহাম্মদ আজমগীর।
বক্তারা বলেন,বর্তমান বাংলাদেশের নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে বিশ্বের ১৫৬ দেশের মধ্যে ৫৬ তম এবং এশিয়ার মধ্যে ১নম্বর। উন্নয়ন কাজে নারীর ভূমিকা পুরুষদের তুলনায় কম নয়।বাল্যবিয়ে ও যৌতুক প্রথা বন্ধ করতে নারীরা অগ্রণী ভুমিকা রাখতে পারে। নারী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হতে পারে । বাংলাদেশকে ২০৪১ সালে উন্নতশীল দেশে নিয়ে যেতে নারীদের শিক্ষা ও প্রশিক্ষনের বিকল্প নেই।
এসময় অন্যানদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস, এম,আলমগীর, কৃষি কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, ফটিকছড়ি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষিকা মিরাবাই দেবীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রী ও বিভিন্ন সংস্থার কর্মজীবি মহিলারা উপস্থিতি ছিলেন।
+ There are no comments
Add yours