
মোঃ সারোয়ার কর্ণফুলী প্রতিনিধি
করোনা ভাইরাস যখন সাধারণ মানুষের জীবিকা উপার্জনে অভিশাপ হিসেবে নেমে আসে, তখনি বিদ্যুত বিল যেন মরার উপর খাড়ার ঘা।এমনটা ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে তারা হিমশিম খাচ্ছে।
আজ রবিবার কর্ণফুলী সাব জোনাল অফিসের সামনে কিছু ক্ষুব্ধ গ্রাহকের সাথে কথা হয় খবর বাংলার,তাদের অভিযোগ তাদের ব্যবহৃত বিদ্যুৎের পরিমাণ আর বিলের টাকার সাথে কোন সামঞ্জস্য নেই। মনগড়া বিল তৈরী করে যেন রীতিমতো হয়রানি করা হচ্ছে।
এ ব্যাপারে চটগ্রাম পল্লী বিদ্যুত সমিতি ১ (কর্ণফুলী সাব জোনাল অফিস) এর এজিএম জুনায়দুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি খবর বাংলাকে বলেন গত জুলাই মাস থেকে বিদ্যুৎ বিল বাডানো সাথে ডিমান চার্জ ও বেড়ে যাওয়ায় সবার বিলের পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে।তিনি আরো বলেন, ভুতুড়ে বিলের সঠিক কারণ দর্শাতে পারলে সবার বিল ঠিক করে দেওয়া হবে।
+ There are no comments
Add yours