নুরুল আবছার নূরী
ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগ কর্তৃক আয়োজিত “মুজিববর্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২উপলক্ষে রেলী ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মহিনুল হাসানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।
একাডেমি সুপারভাইজার মুহাম্মদ আকরাম হোসেনের সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃমুহাম্মদ নাবীল চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হাসানুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হোসেন, মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাবু শ্যাম প্রসাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ তানভীর সিদ্দিকী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবু ডলার ত্রিপুরাসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাচাঁর জন্য পুর্বপ্রস্তুতি নিলে দূর্যোগের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে এবং পরে সল্পখরচে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তারা আরো বলেন প্রাকৃতিক দূর্যোগ ও মানুষের সৃষ্টি দূর্যোগে নিজ ও মানুষকে সচেতন করতে পারলে বেশি ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে।
+ There are no comments
Add yours