ডেস্ক নিউজ
নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতি-দুশাসনের প্রতিবাদে ২৮ মার্চ দেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সিপিবি-বাসদ নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
নয়টি বামপন্থী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বাম জোটের নেতারা জানিয়েছেন, হরতাল কর্মসূচি নির্ধারণের বিষয়ে জোটভূক্ত দলগুলো কয়েকদফা বৈঠক করেছে।
গত মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ও বুধবার বাসদ কার্যালয়ে জোটের বৈঠকে হরতাল ছাড়াও লাগাতর বিক্ষোভ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হরতাল কর্মসূচির সঙ্গে জোটভূক্ত দলগুলোর পাশাপাশি জোটের বাইরে থাকা বামদল ও প্রগতিশীল শক্তিকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে বাম গণাতন্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, হরতাল ছাড়াও লাগাতর আন্দোলন কর্মসূচি নিয়ে পারস্পরিক আলোচনা চলছে।
শুক্রবার বেলা ১১টায় পুরানা পল্টনস্থ মুক্তি ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে।
বাম গণতান্ত্রিক জোটের এই হরতালে বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য দলের সমর্থন থাকতে পারে বলে জানা গেছে
+ There are no comments
Add yours