চট্টগ্রাম ব্যুরোঃ
১২-০৩-২২ইং,শনিবার
চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটের ‘হাসিনা মহিউদ্দিন ভবনে’ আগুন লাগার ঘটনায় অন্তত ৩০ টি দোকান পুড়ে গেছে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুড়ে যাওয়া দোকানের মধ্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পরিবারের মালিকানাধীন ২৫ টি দোকান রয়েছে। আগুন লাগার খবরে হকার্স মার্কেট,রিয়াজউদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেনসহ আশপাশের এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
শুক্রবার ১১ মার্চ রাত ৯ঃ৩০ মিনিটের দিকে জহুর হকার্স মার্কেটের ‘হাসিনা মহিউদ্দিন ভবনে’ আগুনের সূত্রপাত হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এসময় দোকানপাট বন্ধ ছিল। দোকানের ভেতরে আগুন লাগার পর বাইরে ধোঁয়া দেখে পার্শ্ববর্তী লোকজন ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানান।আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের মোট ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর রাত ১১ঃ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।এসময় হাসিনা মহিউদ্দিন ভবনের শতাধিক দোকানের মধ্যে ৩০ টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আগুন লাগার ঘটনায় রাত ১১ঃ৩০ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান।
+ There are no comments
Add yours