খবর বাংলা ডেস্ক
নাপা সিরাপ খেয়ে দুই শিশু মৃত্যুর ঘটনায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি একটি নির্দিষ্ট ব্যাচের নাপা সিরাপ বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
শনিবার ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর থেকে ওষুধ প্রশাসন জানতে পেরেছে যে, বেক্সিমকো ফার্মার উৎপাদিত নাপা সিরাপ সেবন করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের একই পরিবারের দুই শিশু মারা গেছে।
এই অবস্থায় দেশের সব পাইকারি ও খুচরা ওষুধ বিক্রেতা ও ফার্মেসি থেকে বেক্সিমকো ফার্মার ৩২১১৩১২১ নম্বর ব্যাচের নাপা সিরাপ তুল নিয়ে সব বিভাগীয় ও জেলা অফিসকে নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন। এসব সিরাপ জাতীয় পরীক্ষাগারের পাঠাতে বলা হয়েছে।
এর আগে, শনিবার সরকারি ছুটির দিনে মহাপরিচালকসহ সব পরিচালককে নিয়ে দিনব্যাপী নানা আলোচনা-পর্যালোচনা শেষে শিশু মৃত্যুএ প্রকৃত কারণ জানতে আলাদা দুটি টিম করা হয়েছে। একটি টিম যাবে ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়ায় আর অপর টিম যাবে নাপা সিরাপের মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে।
উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামের দুই শিশু মারা যায়। তাদের মা লিমা বেগম সাংবাদিকদের বলেন, নাপা খাওয়ার পর তারা মারা গেছে। ঘটনা তদন্তে আলাদা দুটি কমিটি গঠন করা হয়েছে।
+ There are no comments
Add yours