আন্তর্জাতিক ডেস্ক
চীনের কাছে রাশিয়া সামরিক সহায়তা চেয়েছে বলে দাবি করেছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ দাবি করেছে তারা। ফিনান্সিয়াল টাইমস (এফটি) এবং সিএনএনে প্রতিবেদন অনুযায়ী মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, একই সাথে চীনের কাছে অর্থনৈতিক সহায়তা চেয়েছে রাশিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এফটি জানিয়েছে যে, আক্রমণ শুরুর পর থেকেই রাশিয়া চীনের কাছে সরঞ্জাম চেয়ে অনুরোধ করে আসছে। কর্মকর্তারা রাশিয়া কি ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে অস্বীকার করেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, চীন সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক টাইমসের একটি আলাদা প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করা হয়েছে যে, রাশিয়া নিজের উপর নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে অর্থনৈতিক সহায়তাও চাইছে।
এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাতে চীন নিজেকে নিরপেক্ষ হিসাবে তুলে ধরেছে এবং দেশটিতে রুশ আক্রমণের নিন্দা করেনি। সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রোমে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সাথে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণার জন্য ন্যাটোর কাছে আবারো দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ন্যাটো যদি এখনই ইউক্রেনে আকাশপথে নো ফ্লাই জোন চালু না করে তাহলে ন্যাটোর অন্তর্ভুক্ত অঞ্চলেও রাশিয়া যেকোন সময় হামলা চালাতে পারে।
এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ আবারো আলোচনায় বসার কথা রয়েছে। এছাড়া ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কৃষ্ণ সাগর অবরোধ করেছে রুশ নৌ বাহিনী।
তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই ব্যাপারে বেইজিং কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস।
+ There are no comments
Add yours