পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের

Estimated read time 0 min read

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেলো বাংলাদেশ
Ad1

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে নয় রানে হারিয়ে বিশ্বাকপে নিজেরদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২২৫ রান করতে সক্ষম হয় পাকিস্তানের নারী ক্রিকেট দল।

হ্যামিল্টনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান জড়ো করে বাংলাদেশ। ফর্মের তুঙ্গে থাকা ফারজানা হক এই ম্যাচেও তুলে নেন অর্ধশতক। আগের ম্যাচে ৫২ রান করা ফারজানা এই ম্যাচে করেন ৭১ রান। ১১৫ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৫টি চার।

এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৬৪ বলে ৪৬ ও শারমিন আখতার ৫৫ বলে ৪৪ রান করেন। পাকিস্তানের পক্ষে নাশরা সান্ধু শিকার করেন তিনটি উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯১ রানের পার্টনারশিপ গড়েন নাহিদা খান ও সিদরা আমিন। ৬৭ বলে ৪৩ রান করে নাহিদা সাজঘরে ফিরলেও আমিন দলের হাল ধরেন অধিনায়ক বিসমাহ মারুফের সাথে।

পাকিস্তানকে হারিয়ে প্রমীলা বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ

দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৪ রানের জুটি। ৪৮ বলে ৩১ রান করে অধিনায়ক বিদায় নিলে পাকিস্তান খেই হারায়। টপ অর্ডার ছাড়া পাকিস্তানের অন্য ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের সামনে। ১৮৩ রানে পাকিস্তান তৃতীয় উইকেট হারানোর পর একে একে উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ।

আমিন এক প্রান্ত আগলে রেখে শতক তুলে নিলেও পাকিস্তানকে জেতাতে পারেননি। ১৪০ বলে ১০৪ রান করে নবম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তিনি। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২২৫ রান।

বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফাহিমা।

পাকিস্তানকে হারিয়ে প্রমীলা বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর

টস : পাকিস্তান

বাংলাদেশ : ২৩৪/৭ (৫০ ওভার)

ফারজানা ৭১, জ্যোতি ৪৬, শারমিন ৪৪

নাশরা ৪১/৩, ওমাইমা ৩১/১

পাকিস্তান : ২২৫/৯ (৫০ ওভার)

আমিন ১০৪, নাহিদা ৪৩, বিসমাহ ৩১

ফাহিমা ৩৮/৩, রুমানা ২৯/২

ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours