কুড়িগ্রামে সলিডারিটির মতবিনিময় সভা

Estimated read time 1 min read
Ad1

 

 

 

 

 

 

ইউনুস আলী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রাম জেলার স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনের অঙ্গীকার
১৪ মার্চ ২০২২ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, কুড়িগ্রাম এর উদ্যোগে এবং সলিডারিটি ও বাংলাদেশ হেল্থ ওয়াচ এর সহযোগিতায় সলিডারিটি প্রশিক্ষণ কেন্দ্র, কুড়িগ্রাম এ স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আমাদের করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন জনাব ডা. মনজুর-এ-মুর্শেদ, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন,অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিংকন ও রওশন আরা চৌধুরী, সভাপতি মহিলা পরিষদ, কুড়িগ্রাম এবং সভায় আরও উপস্থিত ছিলেন স্বপন সরকার ভকত,বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সাংবাদিক ইউনুস আলী, জেলার বিশিষ্ঠ ডা. মহোদয়গণ এবং বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ।
উক্ত সভায় সিভিল সার্জন জনাব ডা. মনজুর-এ-মুর্শেদ কুড়িগ্রাম জেলার স্বাস্থ্য বিষয়ে সকল তথ্যউপাত্ত মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। উপস্থিত সুধীজন মুক্ত আলোচনার মাধ্যমে কুড়িগ্রাম জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন এবং কিভাবে স্থানীয়ভাবে সমাধান করা যায় সেবিষয়েও আলোচনা হয়। বাঙলাদেশ হেলথ ওয়াচের আব্হায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমেদ মোস্তাক রাজা বলেন, সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে একদিকে আমরা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবো অন্যদিকে ২০৪১ সালে উন্নয়ন দেশ হয়ে উঠার লক্ষে প্যেছাতে পারবো। এজন্য প্রয়োজন জবাবদিহিতা, সমতা এবং সকলের অংশগ্রহণ।
সভায় প্রধান অতিথি বলেন যে আমাদের সকলের সম্বলিত প্রচেষ্ঠায় জেলাকে এগিয়ে নিয়ে স্থায়িত্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সফলকাম হতে হবে। এছাড়া অপ্রয়োজনীয় সিজার বন্ধ করা,সবচেয়ে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্বিত করা,জবাবদীহিতা এবং জবাবদীহিতার জন্য সক্ষমতা অর্জন করা, স্বাস্থ্য বিষয়ে ব্যায় কমানো এবং যে সম্পদ লোকবল আছে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার দাবি করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours