খবর বাংলা ২৪ ডেস্ক
আসন্ন রমজান মাস উপলক্ষে পণ্য সরবরাহ শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ন্যায্য মূল্যের পণ্য নিতে তিন চার ঘণ্টা অপেক্ষা করেও টিসিবির পণ্যবাহী ট্রাকের দেখা পাচ্ছেনা অনেক সাধারণ মানুষ। এমন বিশৃঙ্খলা, অনয়িম বন্ধে ২০ মার্চ থেকে ঢাকার বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য সরবরাহ করবে টিসিবি। পর্যায়ক্রমে ঢাকায় চালু হবে এই প্রক্রিয়া।
রাজধানীর মহাখালি মেইনরোড এলাকায় দেখা যায় বিভিন্ন বয়সী নারী, পুরুষ, খেটে খাওয়া নিম্নবিত্তের বড় একটি অংশ দাঁড়িয়ে ছিলেন টিসিবির পণ্যের অপেক্ষায়। যদিও এই স্পটে টিসিবির ট্রাকের শিডিউল আছে কি না সেই তথ্যও নেই তাদের কাছে।
তবে লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খলা এড়াতে কালি দিয়ে হাতে সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছেন তদারকির দায়িত্বে থাকা ওয়ার্ড কাউন্সিল অফিস প্রতিনিধিরা।
বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রসাশনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে টিসিবি।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ঢাকার বাইরে অন্যান্য জেলা, উপজেলা, মহানগর এবং ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিক্রি করা হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এই কার্ডের কার্যক্রম ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে।
এই বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের সভাপতি করে একটি ট্যাগ টিম করা হয়েছে।
নিত্যপণ্যের বাজারের অস্থিরতায় ঢাকা শহরে দিনদিন চাহিদা বাড়ছে টিসিবি পণ্যের। ১৫০টি ট্রাকের একটিতে প্রতিদিন আড়াই’শ পরিবারকে দেয়া হচ্ছে টিসিবি পণ্য।
+ There are no comments
Add yours