খবর বাংলা ২৪ ডেস্ক
সম্প্রতি ভোজ্যতেল সহ, চিনি ও বিভিন্ন নিত্যপণ্যে খুচরা এবং আমদানি পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার(১৪ই ফেব্রুয়ারী) মন্ত্রিসভার বৈঠক থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এই নির্দেশনা দেওয়া হয় দেন প্রধানমন্ত্রী।
নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে রোববার অনুষ্ঠিত পাঁচ মন্ত্রীর বৈঠকের বিষয়টি মন্ত্রিসভায় আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রীদের বৈঠকের কথা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রোববারের বৈঠকে আলোচ্য বিষয়গুলোয় প্রধানমন্ত্রী সম্মতি ও বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন।
যেসব পণ্য ক্রাইসিসে থাকবে, সেসবে ভ্যাট কম পর্যায়ে নেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। তবে ভ্যাট তুলে দেওয়া যাবে না।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এসও-এর নির্ধারিত সময়ে ভোজ্যতেল না নিলে অর্ডার বাতিল করা হবে।
+ There are no comments
Add yours