খবর বাংলা ২৪ ডেস্ক
সারাদেশে ভোজ্যতেলের বাজার এখন লাগামহীন। বিগত এক বছরে সয়াবিন তেলের দাম বেড়েছে দ্বিগুণ।
আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ঘন ঘন দাম বাড়ানোয় নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের।
এমন পরিস্থিতিতে গত রোববার বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম সরকার বেঁধে দেয় ১৬৮ টাকা, ৫ লিটারের দাম ৭৯৫টাকা।
এমতাবস্থায় সয়াবিন তেলের দাম নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি জানিয়েছেন, ভোজ্যতেল আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট কমছে।
একইসঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। তা ব্রাজিলের উপর নির্ভরশীল। কারণ ৯০ শতাংশ তেল আমরা সেখান থেকে আমদানি করি।
তেলের দাম কমাতে পণ্য মজুদকরণে নিরুৎসাহিত করেন মন্ত্রী। তিনি জানান, রমজান উপলক্ষে দেশে কোনো পণ্য সংকট নেই।
+ There are no comments
Add yours