আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সুজন ঘরামীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখা এর আয়োজন করে। মানববন্ধনে নিহত সুজন ঘড়ামীর স্বজন, শিক্ষক-কর্মচারী, মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করে। অংশগ্রহনকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত শিক্ষক সুজন ঘড়ামীর পিতা মো. মালেক ঘড়ামী অভিযোগ করেন পুলিশ আমার ছেলের মরদেহ দেখতে আসেন নি, এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করেন নি। আমার অন্য ছেলে শাহীন মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন। পুলিশের ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু, প্রাথমিক শিক্ষক সমিতির কোষাদক্ষ্য প্রধান শিক্ষক বাবুল মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, দূর্বিত্তদের হামলায় কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন ঘরামী গত ৮ মার্চ মারা যায়। ওই হামলায় পিতার মালেক ঘড়ামী ও ভাই শাহীন ঘড়ামী আহত হয়। শাহীন বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন।
+ There are no comments
Add yours