মোঃ জয়নাল আবেদীন
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত বাসে হঠাৎ আগুনে পুড়ে গেছে একটি পরিবহন।
১৫ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় বাড়বকুণ্ড এলাকার নুরমার দীঘির নামক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রামমুখী এটিআই পরিবহন ঢাকা মেট্রো ব ১৩-০০০১ মহাসড়কের বাড়বকুণ্ড নুরমার দীঘি এলাকায় পৌছার সাথে সাথে আগুন ধরে যায়।মূহুর্তে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে যাত্রীরা গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে যায়।এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বাস পুড়ে ছাই হয়ে যায় বলে জানান বাড়বকুণ্ডের ইউনিয়ন মেম্বার মোঃ সোহেল।
অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন ও তদন্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ,হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সহ পুলিশের টিম।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার ঘটনা না জানা গেলেও ইঞ্জিন ক্রুটিজনিত কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে ওই গাড়িতে বিস্ফোরক কোন দ্রব্য ছিল কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী নাজমুল হক।তবে ঘটনার পরপরই ওই গাড়ির চালক পলাতক রয়েছে।
+ There are no comments
Add yours