মোবাইল ডাটা ব্যবহারে স্বাধীনতা নিশ্চিত হলো আজ

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা ২৪ ডেস্ক

৯টি বৈঠকের পর গ্রাহকের মোবাইল ডাটা ব্যবহারের স্বাধীনতা নিশ্চিত করলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এখন থেকে গ্রাহকরা নিয়ম মেনে স্বাধীন ভাবে তাদের মোবাইল ডাটা ব্যবহার করতে পারবেন।

রাজধানীর রমনায় মঙ্গলবার (১৫ মার্চ) বিটিআরসির সভাকক্ষে মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ নির্দেশিকা বাস্তবায়নের এক অনুষ্ঠানের আয়োজন করে বিটিআরসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ডাটা প্যাকেজ এবং প্যাকেজ নবায়নের পদ্ধতির ‍উদ্বোধন ঘোষণা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে তিন পর্বে মোবাইল ডাটার নতুন এই পদ্ধতি উপস্থাপন করেন বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

প্যাকেজ সংখ্যা, ডাটা ক্যারি ফরওয়ার্ডসহ প্রতি ধাপেই বেঁধে দেয়া প্যাাকেজে স্বচ্ছ্বতা নিশ্চিত করা হয়েছে বলে জানান নাসিম পারভেজ।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিটিআরসি ভাইস প্রেসিডেন্ট সুব্রত কুমার মৈত্র।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours