খবর বাংলা ২৪ ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ কমার মধ্যে গত একদিনে দেশের ৩৬টি জেলায় নতুন করে কোন আক্রান্ত পাওয়া যায়নি।
টানা দ্বিতীয় দিন দেশে কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মোতাবেক, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়।
যার মধ্যে ১৮২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন।
তবে গত এক দিনে দেশের কোনো জেলা থেকে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি।
ফলে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯,১১২ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এর পরের ‘শূন্য’ মৃত্যুর খবর আসে ৯ ডিসেম্বর। ওই মাসেই বিশ্বে ছড়াতে শুরু করে করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন।
শনাক্ত রোগীর সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে। ফেব্রুয়ারি থেকে আবারো গ্রাফ নামতে শুরু করে।
মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় দেশে কোভিডে কারও মৃত্যু হয়নি।
২০২০ সালের এপ্রিলের পর প্রথম পর পর দুটি মৃত্যুহীন দিন পেল বাংলাদেশ।
+ There are no comments
Add yours