খবর বাংলা ২৪ ডেস্ক
কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পরেই নেওয়া যাবে বুস্টার ডোজ।
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়ার নিয়ম চালু করে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
তৃতীয় ডোজ নেওয়ার সময়ের ব্যবধান ছিল ছয় মাস। যা কমিয়ে চার মাস করেছে সরকার।
যারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস পেরিয়ে গেছে, তারা এখন বুস্টার ডোজ পাওয়ার যোগ্য হবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে সারা দেশে।
এর অংশ হিসেবে ১৬ মার্চ থেকেই বুস্টার ডোজের নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন,
এই কার্যক্রমের আওতায় দুই কোটি ডোজ দেওয়া হবে দ্বিতীয় ডোজ হিসেবে। বাকিটা প্রথম এবং বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে।
+ There are no comments
Add yours