আন্তর্জাতিক ডেস্ক
জাপানের উত্তরপূর্বাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ওই অঞ্চলের বাড়ি কয়েক হাজার বাড়ি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি উত্তরপূর্বাঞ্চলে আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ফুকুশিমা প্রিফেকচারের উপকূলের অদূরে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
জাপানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পরপরই উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে এক মিটার পর্যন্ত উঁচু সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়। পরে বৃহস্পতিবার তা প্রত্যাহার করা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, ভূমিকম্পে চার জনের মৃত্যু হয়েছে এবং পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে শক্তিশালী পরাঘাত (আফটার শক) হওয়ার সম্ভাবনা থাকায়, জাপান সরকার উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
চারজনের মৃত্যুর পাশপাশি এখন পর্যন্ত আহত হয়েছেন ১০৯ জন। তাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকর্মীরা।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের পরপরই রাজধানী টোকিওতে সাত লাখ এবং উত্তর-পূর্বে দেড় লক্ষাধিক বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
+ There are no comments
Add yours