মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর ও টার্কি মুরগীর খামার পুড়ে ছাই হয়ে গেছে।খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুনে ৭/৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।
১৬ মার্চ বুধবার আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাতিলোটা গ্রামে আবুল কাশেমের সেমি পাকা ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।এতে তিনটি বসতঘর ও একটি মুরগীর খামার পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন,বাড়বকুন্ডে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।ধারণা করা হচ্ছে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে।
+ There are no comments
Add yours