আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রসাশন’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
”বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার ,সকল শিশুর সমান অধিকার‘‘ প্রতিপাদ্যকে সামনে রেখে (১৭মার্চ) বৃহস্পতিবার সকালে নলছিটি চায়না মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার(সাবেক) বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান উপজেলা আ’লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান ।
এসময় বীর মুক্তিযোদ্ধা, আ’লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাগন, শিক্ষক, সাংবাদিক ও শুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন এবং প্রভকষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।
শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও নানা ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
+ There are no comments
Add yours