নাইক্ষ্যংছড়িতে নানান কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Estimated read time 1 min read
Ad1

 

মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসনসহ,

পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। দিবসটি উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নানান কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে সকাল সাড়ে ৯ টায় উপজেলা মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এর পরপরই উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এদিকে জাতীয় শিশু দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় সরকারি বেসরকারি অধিদপ্তর,ও যুব উন্নয়ন অফিস,এনজিও,সংস্থাসহ বিভিন্ন অধিদপ্তর এই স্টলে অংশ নেয়।

আজ বৃহস্পতিবার সপ্তাহ ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়। এছাড়া আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাষ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও সালমা ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, বিশেষ ছিলেন,উপজেলা সহকারী কমিশানার (ভূমি) জর্জ মিত্র চাকমা,বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক,থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা,ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,নাইক্ষ্যংছড়ি হাসপাতালে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু জাফর মোঃ সেলিম উদ্দিন, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির প্রতিনিধি খাইরুল বাশার,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানি,

সাধারন সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,মুক্তিযোদ্বা কমান্ডার রাজা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহান শাহ ভুইঁয়া,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা শাহা আজিজ, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ,প্রাণী সম্পাদ (ভা:) কর্মকর্তা,ছৈয়দ নুর,একটি ঘর একটি বাড়ি প্রকল্প অফিসার মো: মহিউদ্দিন,উপজেলা আওয়ামী লীগ নেতা ডা: সিরাজুল হক,

উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল প্রেসক্লাবের সদস্য সচিব, জাহাঙ্গীর আলম কাজলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours