ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকার অধিকাংশ ও যুক্তরাজ্যসহ গোটা পশ্চিমা বিশ্ব।
জাতিসংঘের রাশিয়া নিন্দা প্রস্তাবে যে ৩৫টি দেশ নিরপেক্ষ ছিল, তাতে অবস্থান নিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকার মধ্য দিয়ে বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থান জানায়।
এর পেছনে ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় স্বার্থ জড়িত। এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন জানান,
প্রতিটা দেশের সাথেই আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ।
দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায়। ১৩ বিলিয়ন ডলারের এই প্রকল্পে ৯০ শতাংশ ঋণ দিচ্ছে রাশিয়া।
এছাড়াও বাংলাদেশের ২য় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্যেও চুক্তি করেছে রাশিয়ার সাথে।
অন্যদিকে পশ্চিমা বিশ্বের সাথেও বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ঘনিষ্ট।
কিন্তু ইউক্রেণ-রাশিয়ার যুদ্ধ দীর্ঘায়িত হলে বা পরিস্থিতি আরো জটিল হলে, প্রত্যেক দেশকে সুনির্দিষ্ট অবস্থান নিতে হবে।
সেক্ষেত্রে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পরতে হতে পারে বাংলাদেশকে।
বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধের প্রেক্ষিতে বিশ্ব পরাশক্তিগুলোর স্পষ্ট বিভক্তির মধ্যে বাংলাদেশের নিরপেক্ষ থাকা চ্যালেঞ্জের এবং অনেকটা উভয় সংকটে।
+ There are no comments
Add yours