যশোরে কিশোরীকে জুতাপেটা;ইউপি সদস্যসহ চারজন আটক

Estimated read time 1 min read
Ad1

 

 

ডেস্ক নিউজ
যশোরে এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৫ মার্চ), যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামে। আটক ইউপি সদস্য আনিচুর রহমান ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

কিশোরীর বাবা এ ঘটনায় শনিবার (১৯ মার্চ) থানায় একটি মামলা করেছেন। আটক অন্য তিনজন হচ্ছে আব্দুলপুর গ্রামের ভুট্টো, আজিম ও তৌহিদ।

এক মিনিট ২৯ সেকেন্ড এবং ৪৪ সেকেন্ডের দুটি ভিডিওচিত্রে দেখা যায়, একটি দোকানের ভেতরে এক কিশোরীকে এলোপাথাড়ি জুতাপেটা করছে ইউপি সদস্য আনিচুর রহমান। লুটিয়ে পড়লেও ইউপি সদস্যর পাশে থাকা কয়েক যুবকও লাথি দেন তাকে।

কিশোরীর মা ও নানী জানান, ১৫ মার্চ সন্ধ্যার দিকে সদর উপজেলার এনায়েতপুর গ্রামে একটি দরগাহ ওরস শরীফ থেকে বন্ধুর বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলো ভুক্তভোগী কিশোরী। সে আমবটতলার বেলতলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

এসময় আব্দুলপুরের কয়েক যুবক তাদের পথরোধ করে। তাদের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ তুলে ইউপি সদস্য আনিচুরকে খবর দেয় এবং তাদেরকে একটি দোকানে আটকে রাখে।

ইউপি সদস্য আসার পর তিনি অভিযোগ শুনে ওই কিশোরীকে মারপিট করেন।

নৃশংস এই মারপিটের ঘটনার জড়িতদের আটক ও বিচারের দাবি করেছেন চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন।

কোতোয়ালী থানার পরিদর্শক শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে কোতোয়ালী পুলিশ

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours